Skip to main content


পাশাপাশি দুজন মানুষ হেঁটে গেলে ভাবতাম
                    বন্ধু, কিম্বা দম্পতি, কিম্বা..

এখন জানি
     একে অন্যের শর্তও হতে পারে

আলোতে আকাশ দেখি
   না আকাশে আলো -
          সে তত্ত্ব-বিচার থাক বিজ্ঞানী কিম্বা দার্শনিকের

আমি জানি
আমার বুকে মাথায় কয়েকটা ইচ্ছা আছে
    ইচ্ছা মানে শর্ত নয়!

ইচ্ছা মানে, মানুষ সেদিন বুঝেছিল -
       চারটে পায়ের
          দুটোকে হাত বানিয়ে নিয়ে
             গুহার গায়ে বাইসনের ছবি আঁকা

Category