সৌরভ ভট্টাচার্য
3 October 2020
ইচ্ছা করলেই ধর্ষণ করতে পারো
ইচ্ছা করলেই মেরুদণ্ড গুঁড়িয়ে দিতে পারো
ইচ্ছা করলেই জিভ টেনে ছিঁড়ে উপড়ে দিতে পারো
ইচ্ছা করলেই আড়ালে প্রকাশ্যে জ্বালিয়ে দিতে পারো
ইচ্ছা করলেই চক্রব্যূহ রচনা করে ছু কিত কিত খেলতে নামতে পারো
ইচ্ছা করলেই শাসনখেলা
যখন তখন ফাঁসিতে চড়াতে পারো
ইচ্ছা করলেই ভীষণ ভয়, ভীষণ তোষণ, ভীষণ ভীষণ সাজ দেখাতে পারো
এ সবই পারো।
ইচ্ছা করলেই বীর্য স্রোতে বন্যা বওয়াতে পারো
ইচ্ছা করলেই শুধু বীর্যে-লিঙ্গে মানুষ গড়তে পারো?
দশমাস ধরে রক্ত-লালন,
দুগ্ধ ভিক্ষা দেওয়ার শক্তি?
আছে? পারো?