Skip to main content

 

ইচ্ছা ছিল অন্যরকম হবে।
আকাশ থাকবে নীল।
তাতে থাকবে চাঁদ, তারা আর রামধনু।
হল না।
আকাশ ভরল মেঘে।
ভাঙল বাড়ি ঝড়ে।
গাছ পুড়লো বাজে।

আমি দেখলাম।
কাঁদলাম।
চোখ মুছলাম।
এখন আছি বন্যার অপেক্ষায়।
ভাসব।
বুকের মধ্যে তার আসার আওয়াজ।
সে আসছে।
আমি মরব।

সে আসল।
আমি ভাসলাম।
সব ভাসালাম।
এই তো ভাসছি।
আমি মরিনি।
মরেছে ভয়।
আমি মুক্ত।

Category