Skip to main content

কথাগুলো ডুবুক
ভাবনাগুলো পথ হারিয়ে হোক নিরুদ্দেশ
আমার অনেক দিনের শখ
   আমি একটা আস্ত সূর্যাস্ত দেখি -
দেখতে দেখতে সারা আকাশে ফুটুক একটা একটা তারা
             সন্ধ্যাতারার হাত ধরে
আর ধীরে ধীরে মনের ভিতর ভরুক জুঁইয়ের সুবাস

 আমি কথা দিচ্ছি
    তারপর আমি নিঃশব্দে চলে যাব চিরকালের জন্য
আর কাউকে কোনোদিন বিরক্ত না করে

Category