Skip to main content
হুলো কাঠবেড়ালি উপাখ্যান

কাঠবেড়ালি, দুই ছানা তার
কার্নিশ বেয়ে ঘোরে চারিধার
ঘুরতে ঘুরতে ধারে এসে থামে
লাফ দিয়ে মা পাঁচিলেতে নামে
বড় ছানা দড়, সেও দিল লাফ
ছোটো ভয়ে বলে করো মোরে মাপ!

মা ফের ওঠে দিয়ে ঝাঁপ কষে
ছোটোরে গুঁতায়, নাম বাছা নীচে
ছোটো পিছু হটে ছাদে গিয়ে ছোটে
মা-ও ল্যাজ তুলে ছোটে পিছে পিছে

কে জানত ছাদে আছে বসে হুলো
ল্যাজ উঁচো করে কি যে তাড়া দিল
মায়ে দুই ছায়ে পড়ে আছড়িয়ে
নারকেল গাছে ওঠে ছেঁচড়িয়ে
মগডালে উঠে হাঁপিয়ে হেদিয়ে
শ্রাবণ আকাশে দেখে তারা চেয়ে
ঘনকালো মেঘ আসে বেগে ধেয়ে

মা দুই ধাপ নীচে নেমে আসে
পিছে পিছে দুই ছানা
পাতার আড়ালে লেজ-গা বাঁচিয়ে
                                দেখে -
হুলো হানা দিল কিনা

হুলোটা গাছের ঠিক নীচে বসে
ফুর্তির চোটে গান গায় কষে
মা বলে ওঠে, খবরদার!
   উঠিস তো মজা দেখবি
হুলো বলে হেঁচে,
দেখবি তো তোরা
    যখন নীচেতে নামবি

(সত্য ঘটনা অবলম্বনে রচিত)
[সুমন এঁকে দিল]

Category