Skip to main content

আবীর চুমুক দিয়ে পান করেছো কখনও?
আমি করেছি
আমার ধমনী-শিরাতে সে রঙ মিশেছে
   মস্তিষ্কের প্রতিটা স্নায়ু অবধি রাঙিয়ে ছেড়েছে যখন
        তখন হৃদয়ের কি কথা!
      সে তো পা বাড়িয়েই আছে!

পলাশ বুকের উপর লাগিয়েছো কখনও? 
  শিকড়গুলো এ ফোঁড়, ও ফোঁড় যাচ্ছে করে পাঁজর চিরে? 
ব্যাথা লেগেছে? একটুও না!
  কখন যেন পলাশ ফুটেছে জন্ম-মরণ আলের ধারে
হয়েছে কখনও?

আমের বোলের গন্ধ পেয়েছো?
   ওর নাভির পাশে? 
অলীক কথা?
হত, যদি জল না আসত চোখে 
        একই সাথে
  আত্মা যদি শুদ্ধ বসনে না দিত বুক আড়াল করে
   বিষ-নজর বাঁচানো আবরণে
          অর্বাচীনের, অরসিকের!

তাই বলছি, এমন আবীর আর এনো না
    যা জলের সাথে মিলিয়ে যায়
এমন পলাশ আর এনো না
    যা দেখতে দেখতে শুকিয়ে যায় 
এমন বোলও দূরেই রাখো
    যা একটা ঝড়েই হারিয়ে যায়

Category