Skip to main content
 
এক হরবোলা আর এক গিরগিটি সমুদ্রের সামনে দাঁড়িয়েছিল।
হরবোলা সমুদ্র শুষে নেওয়ার আওয়াজ করছিল।
গিরগিটি সমুদ্রর রঙ ধরে সমুদ্র সেজেছিল।
অনেকক্ষণ পর, ক্লান্ত হয়ে ঘরে ফিরে গেল দুজনেই।
সমুদ্র জানল না কিছু যে -
তার তীরে এসে এক হরবোলা আর এক গিরগিটি কোনো একদিন দাঁড়িয়েছিল।