সৌরভ ভট্টাচার্য
2 October 2015
আমায় দেবে বলে, সে এলো-
অনেকগুলো কাঁটা
এক পাত্র বিষ
আর এক দাবানল আগুন
নিয়ে
বললাম, কোথায় পেলে?
চুপ করে থাকল
তীক্ষ্ণ নজরে খুঁজতে লাগল
আমার যন্ত্রণা কাতর মুখ
বললাম, এত কিছু তৈরী করেছো নিজের বুকে,
শুধু আমায় জ্বালা দিতে?
তার থই না পাওয়া
অসহায় আক্রোশের দিকে তাকিয়ে
হাত বাড়িয়ে দিলাম -
দাও দাও দাও
এ আমার তিরস্কার না
পুরস্কার,
হলই না হয় বাঁ হাত
তবু, তুমি শান্তি পাও