Skip to main content

কয়েকটা ঠিক কথা ঠিক হয়
কয়েকটা ভুল কথা ভুল নয়


কিছু গুলিয়ে যাওয়া ভাল
কিছু মিলে যাওয়া ভাল নয়


অনেক কোণা অন্য কোণায় দোকা
অনেক দিগন্ত পুরো অনন্তে একা


দুই মলাটের মধ্যে থাকে মিথ্যাও
চোখের উপর কাজল যেমন বাঁকা


আমার হাতে আদরের হাত রাখা
অন্যের চোখে ইশারায় নাচে চোখ


হোঁচট খেয়েও তবু চলতে শেখা
পূর্ণিমাতে রামধনু হয়, হোক।

Category