Skip to main content


দুর্বলের হিংসাই একমাত্র সম্বল আর অভিযোগই একমাত্র হাতিয়ার। এটা বেশ বুঝতে পারছি। কবে একটা গল্প পড়েছিলাম। একটা মশা হাতির পিঠে বসেছিল। তা আচমাকাই হাতির লেজের বাড়ি খেয়ে ঘায়েল হয়ে, ঘ্যান ঘ্যান শুরু করে, এটা কি ন্যায্য বিচার হল!

    তারপর অনেক জল এনে হাতিটাকে ডুবিয়ে মারার চেষ্টাও করে মশা। হয় না।

    একদিন দেখলে হাতিটার সাথে একটা বাঘের লড়াই বেধেছে। সে তাড়াতাড়ি বাঘের পক্ষ নিয়ে বলে, মার শালাকে! 

    হাতিটা ঘায়েল হয়। অমনি সে চীৎকার করে নাচতে থাকে, বেশ হয়েছে, বেশ হয়েছে!

    দুঃখের ঘটানাটা হল মশার কথাটা না হাতির কানে গেল, না বাঘের। শুধু কিছু পিনপিন, ঘ্যান ঘ্যান আওয়াজ বাতাসে মিলিয়ে গেল।