সৌরভ ভট্টাচার্য
12 January 2015
আমি তোমায় দেখতে পাই না
তোমার ভিতর দিয়ে জগৎটাকে দেখি
আমি তোমায় শুনতে পাই না
তোমার শোনা দিয়ে ভুবন বার্তা শুনি
আমি তোমায় বুঝি না
তোমার আলোতে আমার বোঝা বুঝি
আমি তোমায় খুঁজি না
তোমার ভিতরে আমার আমিকেই খুঁজি
আমাতে তোমাতে অনন্তকাল আছি
পরমানন্দে আত্মময় নিতান্ত কাছাকাছি