সৌরভ ভট্টাচার্য 4 May 2015 যেখানে খুব দুঃখ সেখানে তোমায় বললাম, এসো। যেখানে খুব অন্ধকার সেখানে তোমায় বললাম, যাবে? যেখানে খুব কান্না সেখানে তোমায় বললাম, বোসো। তুমি একবারও 'না' বললে না। আমার দুঃখ- অন্ধকার- কান্না হল উদ্ভাসিত- যেখানে আলো যেখানে ক্ষমা যেখানে মৈত্রী (ছবিঃ সুমন দাস) Log in or register to post comments3 views