সৌরভ ভট্টাচার্য
19 September 2016
এমন তো কথা ছিল না
আমার রাস্তার দুধারে থাকবে শুধুই গোলাপঝাড়।
মাঝপথে আমার সাথী হবে সে
যাকে আমি খুব একা লাগলে আঁকি মানসপটে।
সব চেষ্টা, সব ইচ্ছা, সব স্বপ্ন - ডানা মেলে উড়ে যাবে সকালে
ছুঁয়ে আসবে আকাশের প্রান্তসীমা
সন্ধ্যেবেলা ফিরে আসবে আমার প্রত্যাশা নীড়ে
মুখে করে আনবে স্বর্ণকমল বীজ!
এরকম কোন কথাই দেয়নি কোনোদিন
কেউ কাউকে
বিশ্বাসের বদলে পাবো বিশ্বাস
বন্ধুত্বের বিনিময়ে পাবো বন্ধুত্ব
প্রেমের আলোতে গলবে হেম
কে বলেছিল?
কেউ না। এসব আমারই সাজানো কথা।
আমি বড় হয়েছি। সাজানো কথাগুলোও হয়েছে বড়ো,
ওরা যখন তখন ঠোঁট ফোলায় না আর
ওরা সবকিছুর কারণ খোঁজে না আর আগের মত
কিছু অপ্রত্যাশিত ঘটলে
আমার বলার আগেই বলে ওঠে -
হতেই পারে!