Skip to main content

 

আমি কোনো পক্ষ নিলাম না

গায়ে রোদ্দুর মেখে বসে থাকলাম

একটা পাখি অনেকক্ষণ ধরে বাসা বানানোর জন্য খড়কুটো জোগাড় করে যাচ্ছে

একপাল মোষ নিয়ে মাঠে চরাতে গেল দুলে পাড়ার বউ

কয়েকটা মেঘ ইতস্তত ভেসে দিশাহারা

     নীল আকাশে স্থির হয়ে দাঁড়িয়ে

ওদিকে,

  মানুষের গায়ে পোড়া বারুদের গন্ধ এখন

হারিয়ে যাওয়া

     মানুষ রতন

একজন ভিখারি বলেছে, সে ঠিকানা জানে

     তার আসার রাস্তার দিকে মুখ করে বসলাম