sumanasya
13 November 2025
আমি কোনো পক্ষ নিলাম না
গায়ে রোদ্দুর মেখে বসে থাকলাম
একটা পাখি অনেকক্ষণ ধরে বাসা বানানোর জন্য খড়কুটো জোগাড় করে যাচ্ছে
একপাল মোষ নিয়ে মাঠে চরাতে গেল দুলে পাড়ার বউ
কয়েকটা মেঘ ইতস্তত ভেসে দিশাহারা
নীল আকাশে স্থির হয়ে দাঁড়িয়ে
ওদিকে,
মানুষের গায়ে পোড়া বারুদের গন্ধ এখন
হারিয়ে যাওয়া
মানুষ রতন
একজন ভিখারি বলেছে, সে ঠিকানা জানে
তার আসার রাস্তার দিকে মুখ করে বসলাম