sumanasya
1 November 2022
মানুষটা হাতের উপর রাখল জিভ, কান, চোখ, হৃদয় সাজিয়ে। বলল, নাও। আজ থেকে আমি তোমার।
=========
সব ধোপাঘরে পাঠিয়ে দাও। কিছু ফিরে আসুক শুদ্ধ হয়ে। বাকি যা কিছু সব যাক হারিয়ে।
=========
কারণ মানুষটা একই রাস্তায় গেল দু'বার হারিয়ে, একই ভুল মানুষকে দু'বার ভালোবেসে।
ভুল মানুষকে ভালোবাসাটা ভুল। এই ভুলটা বুঝতে, নিজেকে নির্ভুল প্রমাণ দিতে সে ঠিক মানুষকে ভালোবাসল।
ঠিক মানুষ তার সবকিছু ঠিক করে দিল। সে ভুলেই গেল তার ভুল করারও অধিকার ছিল।