সৌরভ ভট্টাচার্য
4 August 2016
১
---
কষ্ট পেও না। হারায়নি কিছু।
কিছুটা সময় গেছে মাত্র,
সময় আমারও না তোমারও না
না হয় গেলই।
চোখের তারায় সময়ের কি মূল্য?
২
-----
তোমার আসা যাওয়া আজও নিরবিচ্ছিন্ন
আজও বিছানায় বালিশে কাজলের দাগ
আজও ঘর ফিরতি হাওয়ায় তোমার গায়ের গন্ধ
হারিয়েছিলে কদিনের ইতিহাসের পাতায় শুধু