সৌরভ ভট্টাচার্য
8 April 2018
আমিও অনেকগুলো মিছিমিছি হৃদয় বানাবো
তোমাদের মত
হাওয়াই মিঠাইয়ের মত লাল, নীল, সবুজ, হলুদ
ভালোবাসা টাঙিয়ে রাখব সুতোয় বেঁধে
তোমাদের মত
হাওয়াই মিঠাইয়ের মত লাল, নীল, সবুজ, হলুদ
ভালোবাসা টাঙিয়ে রাখব সুতোয় বেঁধে
মিছিমিছি হৃদয়ের বিনিময়ে দেব হাওয়াই মিঠাই ভালোবাসা
বুকে নিলেই মিলিয়ে যাবে মিষ্টি সুখ দিয়ে
বুকে নিলেই মিলিয়ে যাবে মিষ্টি সুখ দিয়ে
সত্যি ভালোবাসা রাক্ষসীর সাথে কথা বলে রাখব
সেই ভ্রমরটার বুকে
সেই ভ্রমরটার বুকে
যেদিন ভীষণ মেঘ করবে
প্রচণ্ড বাজ পড়বে
হাজারতলা উঁচু বড় বড় গাছগুলো
পাগলীর একমাথা চুলের মত মাটিতে আছড়াবে
সেদিন পাহাড়ের চূড়ায় উঠব, একা।
মেঘের আড়াল টেনে দাঁড়াব ভ্রমরটাকে হাতে নিয়ে,
ওর পাখনার তলায়
যেখানে নীল নদীর মত শাখাটা গিয়ে কালো শরীরটায় মিশেছে
সেখানে অনামিকা ছোঁয়াব।
আমার হাতে এসে পড়বে সত্যি ভালোবাসা
বিন্দু বিন্দু হয়ে।
প্রচণ্ড বাজ পড়বে
হাজারতলা উঁচু বড় বড় গাছগুলো
পাগলীর একমাথা চুলের মত মাটিতে আছড়াবে
সেদিন পাহাড়ের চূড়ায় উঠব, একা।
মেঘের আড়াল টেনে দাঁড়াব ভ্রমরটাকে হাতে নিয়ে,
ওর পাখনার তলায়
যেখানে নীল নদীর মত শাখাটা গিয়ে কালো শরীরটায় মিশেছে
সেখানে অনামিকা ছোঁয়াব।
আমার হাতে এসে পড়বে সত্যি ভালোবাসা
বিন্দু বিন্দু হয়ে।
দূর থেকে দেখব ঝুলন্ত হাওয়াই মিঠাইদের
মিথ্যা হৃদয়ের দামে বিকোচ্ছে একটা একটা করে,
যে দোকানি, সেও আমি - মিথ্যা আমি,
পাথর যেমন দেবালয়ে অবিনশ্বরের ভাণ করে
তেমন আমি
মিথ্যা হৃদয়ের দামে বিকোচ্ছে একটা একটা করে,
যে দোকানি, সেও আমি - মিথ্যা আমি,
পাথর যেমন দেবালয়ে অবিনশ্বরের ভাণ করে
তেমন আমি
ভ্রমর বিদ্যুতের সাথে মিশে উধাও হল
বাজের আওয়াজে চমকে উঠল মিথ্যা খরিদ্দারের দল
মিথ্যা আমি ওদের সান্ত্বনা দিয়ে বলল
"ও কিছু না, মিথ্যা আলো। মিথ্যা ভয়।
এই নিন হাওয়াই মিঠাই"
বাজের আওয়াজে চমকে উঠল মিথ্যা খরিদ্দারের দল
মিথ্যা আমি ওদের সান্ত্বনা দিয়ে বলল
"ও কিছু না, মিথ্যা আলো। মিথ্যা ভয়।
এই নিন হাওয়াই মিঠাই"