সৌরভ ভট্টাচার্য
31 August 2018
দুঃখ আমার সমবয়েসি নয়
আনন্দ আমার সমবয়েসি নয়
ভালোবাসা আমার সমবয়েসি নয়
ঘৃণা আমার সমবয়েসি নয়
এ আকাশ, মাটি, জল, বাতাস, আলো
এরা কেউই আমার সমবয়েসি নয়
এ গ্রহ, তারা, নক্ষত্র, ধূমকেতু
এরাও নয় আমার সমবয়েসি
তবু আমি অন্ধকারকে আলোর মত আঁকড়ে হাঁটছি
অভিমন্যুর মত অসম লড়াইয়ে প্রতিদিন
অসমবয়সি ঈশ্বরকে তাঁর বয়েসের কথা জিজ্ঞাসা করেছি কতবার -
কে দিল তোমায় অমরত্ব-
মৃত সময় না অন্ধকার?