সৌরভ ভট্টাচার্য
13 July 2017
চাঁদের দিকে তাকালাম
বিজ্ঞানী বললেন, ওটা আসলে সূর্যের আলো
বললাম, সত্যি বটে।
জ্যোৎস্নাস্নাত সামনের বাগানের দিকে তাকালাম
জ্ঞানী বললেন, সব মিথ্যা, মায়া, ক্ষণস্থায়ী
বললাম, তাই তো।
চোখ বন্ধ করলাম
বিজ্ঞানী জ্ঞানী হারিয়ে গেলেন
মুগ্ধ স্তব্ধ হৃদয় বলল, সুন্দর!
গভীর একটা শ্বাস নিয়ে বললাম, হ্যাঁ তো!