এত অভিমানী চোখ কেন গো?
মেঘ জমেছে, না লাভা ফুটছে বুকে?
ছাদের উপর তিনটে শালিক
না দরজার আগলে দশটা চড়াই?
কি হারালো? বল না রে মেয়ে?
কি হারালো, বেরিলি বাজারে ঝুমকা?
নাকি কাশিমবাজারে নথ?
না ঠিকানাশুদ্ধ চিঠিটা হারালো -
মানস সরোবরের বুকে?
আচ্ছা না হয় না-ই বা বলিস
নিজের নালিশ নিজেই শুনিস
কাঁদবি নাকি? নাকের পাটায় ভূমিকম্প যে!
একটু সবুর, ওরে মেয়ে একটু সবুর কর
আলিপুরেতে লোক গিয়েছে,
খবর এসেছে, মেঘ আসছে,
হ্যাঁ রে মেয়ে খবর এসেছে
বহু যুগের ওপার হতে
মেঘ আসছে ধেয়ে।
সে মেঘ আবার মেঘদূত হবে
লক্ষ যোজন পথ পাড়ি দেবে
নিয়ে তো তাকে আসতেই হবে
বুঝলি রে মেয়ে, আসতেই হবে নিয়ে
নইলে, স্বগ্গ পাতাল ভেদ হয়ে যাবে
গর্জে উঠবে দিগঙ্গনারা
বলবে সবাই, এত্ত সাহস!
এমন মেয়েকে কাঁদাস!
শাপ দেবে তোর কাজলের দিব্যি দিয়ে