সৌরভ ভট্টাচার্য
19 June 2019
তর্জনী তুলে কিছু দেখালে, দূরে
তোমার আঙুলে হলুদ নেলপলিশ
বিশ্রী
হলুদ নেলপলিশ আঙুল
ভালো কিছু দেখায় না
ভালো কিছু দেখায় না
মুখ ফেরালাম। তাকালাম না।
ভুল ছিলাম
একদিন যখন দেখলাম হলুদ পাতায় ঢাকা রাস্তায়
একটা ছোট্টো বাচ্চা লাল বেলুন হাতে হাঁটছে
কি ভীষণ সুন্দর সে দৃশ্য!
একটা ছোট্টো বাচ্চা লাল বেলুন হাতে হাঁটছে
কি ভীষণ সুন্দর সে দৃশ্য!
তখন তুমি অনেক দূরে
হলুদ নেলপলিশ হয়ত পরো না এখন
কিম্বা পরো। জানি না।
আমার বলা হল না
হলুদ নেলপলিশ ততটা খারাপ লাগে না এখন
হলুদ নেলপলিশ ততটা খারাপ লাগে না এখন