সৌরভ ভট্টাচার্য
18 February 2016
("চমস্কী আর পামুক?
ওরাও শেষে নিন্দা দিলেন? এবার লড়াই থামুক!"
~ শ্রীজাত)
নোম চমস্কী করিল নিন্দা
করিল নিন্দা পামুক
বঙ্গকবি লাফায়ে কহিল
তবে তো লড়াই থামুক
হায় রে বোধি হায় রে
পরানুগত্য কি মহীয়সী
দেখিয়া প্রাণ জুড়ায় রে
উহারা যাহাই কহিবে তাহাই অথেনটিক
আমরা কিছু কহিলেই তাহা,
বেঠিক বেঠিক বেঠিক
ওদের যুক্তি যুক্তি বটে
আমাদের সবই সংকীর্ণতা
আমাদের সব বালখিল্য
ওদের সবই মহানুভবতা
সেই পুরাতন যুক্তিরে ভাই
সেই পুরাতন ছাঁদ
আপন দেশের মনন চিন্তা
ওদের মত ফাঁদ
তবে না হইলি প্রথম বিশ্বের মননের অধিকারী
তৃতীয় বিশ্বের কালিমা তাহাতে কিছুতো মিটাতে পারি