Skip to main content

তুমি খেলতে জানো?
জানো না! কি বোকা!


তুমি ইচ্ছা করে হারতে জানো?
এমা জানো না, ধুর!

কে তোমায় খেলায় নেবে তাহলে?

আচ্ছা গুটি সাজিয়ে বসো
আমি আসছি,
আর যদি না আসি?
গুটিগুলো গুছিয়ে তুলে রাখতে পারবে?
না পাড়া মাথায় করবে?
না-খেলা গুটিগুলোকে, পিছন ফিরে চোখ মুছে
হাসিমুখে তুলে রাখতে হবে বাক্সে
কেউ কথা না রাখলেও।
না হলে লোকে যে দেবে দুয়ো!
আর তাদের দুয়ো শুনতে শুনতে কোনদিন
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলবে-
দুয়ো!


সেটা হতে দিও না
ভয় নেই, শিখেই যাবে
খেলতে খেলতে
না-খেলাগুলোকেও খেলা বানাতে।

Category