Skip to main content
natyashala

"হাসছ কেন খোকা, এটা কি নাট্যশালা?"


    শিক্ষক দিবসে 'পথের পাঁচালী'র গুরুমশায়কে ভুলি কি করে? বিশ্বের দরবারে ভারত থেকে নানা মহান মহান গুরুমশায় বেদবেদান্ত, উচ্চাঙ্গের নৃত্যগীত শিখিয়েছেন এ ইতিহাস সাক্ষী। তাছাড়াও নানা খ্যাতনামা সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও বহু ভারতীয়। 

    কিন্তু তুলসীবাবুই প্রথম যিনি টোল নিয়ে বিশ্বের হাটে বসেছিলেন। কান চলচ্চিত্র উৎসবের কর্ণধারেরা দাড়িপাল্লায় মাল ওজন করতে করতে তুলসীবাবুর সে সংস্কৃত উচ্চারণের স্বাদ পেয়েছিলেন কিনা জানি না। কিন্তু নির্ভুল বেচাকেনা করতে করতে এমন অনায়াস শিক্ষাদান, বেত্রদান, কানমলা দান করা যায় - এ নিশ্চয়ই তাদের কাছেও অভিনব অভিজ্ঞতা হবে। 

    যত শিক্ষা স্কুলের চার দেওয়ালের মধ্যে পেয়েছি, সত্যি বলতে চার দেওয়ালের বাইরে পেয়েছি তার চাইতে অনেক বেশি। তাই বলি শিক্ষক কি কেবল একই ধারার? নানা ধারার জল এসে মিশেই না সাগর। নীচু হলেই শিক্ষকের চরণধ্বনি শোনা যায়। সাগরতল থেকে তাই সব কিছুর উচ্চতা মাপে শুনেছি। সে-ই নাকি আছে সবার নীচু তলে। বোঝো কাণ্ড! এর থেকে বড় শিক্ষা আর কি আছে!

 

n01

 

n02