সৌরভ ভট্টাচার্য
11 May 2018
অনেকেরই রাস্তা পারাপার হতে জেব্রাক্রসিং লাগে
নিদেন পক্ষে কয়েক জোড়া ট্রাফিকপুলিশ
তারপর এর ওর তার হাত ধরে ধরে পার হয়ে যায়
সিগন্যাল পরখ করতে করতে শ্বাস চেপে
প্রতি রোমকূপে
লক্ষজোড়া চোখ-কান সজাগ রেখে
অন্য সময়ে, ব্যতিক্রমী পদক্ষেপে,
রাস্তা পার হতে
সামনে শঙ্খ ঘোষকে লাগে
আজ সামনে কেউ নেই
তাই জেব্রাক্রসিং এ সব লাল সিগন্যালে দাঁড়িয়ে
গুনগুন শব্দ হচ্ছে
প্রতিবাদ