সৌরভ ভট্টাচার্য
2 June 2022
ভেবেছিলাম
একটা অন্ধকার গুহা বানাব
তারপর সব কিছু থেকে নিজেকে সরিয়ে
সেখানে নিয়ে গিয়ে বাঁচব একা
নিশ্চিন্তে
হল না
প্রাণের ভিতর জাগা আলোর তৃষ্ণা
স্থির থাকতে দিল না
বললাম, বাইরে যে
অনেক অশান্তি, অনেক ঝঞ্ঝাট
সে বলল,
তবু চাই আলো
এ দ্বন্দ্বহীন, গতিহীন শান্তি আমার জন্য না
বললাম,
যাব না
সে বলল,
যেতে তোমায় হবেই
বললাম,
আমি চাই সুখ
সে বলল
আমি চাই আনন্দ
বললাম,
এই যে আমায় কেউ চেনে না, এইতেই আমার শান্তি
সে বলল,
আমি যে সবকিছুকে চিনব, জানব, মেলে ধরব,
তাতেই আমার সার্থকতা
বললাম,
আমি দুর্বল, ক্লান্ত
সে বলল,
আমায় নাও
আমি বললাম
কে তুমি?
সে বলল
সংজ্ঞাহীন, অর্থহীন, উদ্দেশ্যহীন ঢেউ
প্রাণ, এসো। কিছু বুঝতে চেও না। দাও ঝাঁপ।
আমি বাইরে এলাম আবার