সৌরভ ভট্টাচার্য
18 July 2017
"ভীষণ সুন্দর গাইলেন, কি তান! কি মীড়ের মূর্ছনা!"
গায়ক প্রফুল্ল হলেন। গর্বিত দৃষ্টিতে চাইলেন প্রশংসকের দিকে।
প্রশংসক হেসে বাইরে বেরিয়ে এলেন।
বাইরের জগত তার কাছে নীরব।
তিনি বধির জন্মাবধি।
"অপূর্ব সৃষ্টি আপনার, কি রঙের সমাবেশ!"
বর্ণান্ধ গুণমুগ্ধ চুম্বন করলেন শিল্পীর আঙুল।
শিল্পী বললেন, সব ভগবানের কৃপা।
অন্তর্যামী হাসলেন। আর হাসল প্রশংসক।
বাইরের প্রকৃতিতে তখন বসন্ত
ভ্রমর গোপন আকুল অন্বেষণে মকরন্দের।
ফুল শান্ত সমাহিত নিজের মকরন্দের সুধায়
প্রাণে তার ধৈর্য্য বাঁধা অচঞ্চল প্রতীক্ষা।