সৌরভ ভট্টাচার্য
28 March 2017
১
====
ফুঁ দিয়ে প্রদীপ, মোমবাতি, উনুন নিভিয়ে দেওয়ার পর লোকটা মুখ ফুলিয়ে, গাল ফুলিয়ে তৈরি হতে লাগল
একটা দিন পুবাকাশে মারবে অ্যায়সান ফুঁ....
সব ভোটের শেষে এরকমই মনে হয়
আর কে যেন অলক্ষ্যে হেসে ওঠে -
হাঃ......... হাঃ......... হাঃ........
২
====
প্রতীকী পতাকা ল্যাম্পপোস্টে আটকে
পতপত করে উড়ছে খামখেয়ালি বাতাসে
কারোর অপেক্ষা উড়ে যাওয়ার
কারোর অপেক্ষা বাতাস কমার
কেউ কেউ উদাসীন
জানে বাতাসে ধরে না কোনো রং
শুধু বদলে বদলে যায় পতাকারা