সৌরভ ভট্টাচার্য
24 March 2022
নিন্দুকে তোমায় কি কি বলতে পারে, সেগুলো তুমি আগে থেকেই নিজেকে বলে রাখছ কেন?
নিজেকে বক্সিং এর রিং এ ঢুকিয়ে নিজেকেই ঘুঁষিটুসি মেরে, নিজেকে বিব্রত করে যে কি সুখ পাও বুঝি না বাবা!
তার চাইতে তুমি নিজেকে বকাবকি করো, কান মুলে দাও, দরকার হলে 'সরি' বলো... কিন্তু খবরদার, নিজের প্রতিপক্ষ নিজেকে বানিয়ো না, তার জন্য বিধাতা মেলা লোক সৃষ্টি করেছেন... ওদিকটা নিয়ে নাই বা মাথা ঘামালে....
অমাবস্যার ভার চাঁদ নেয় না, দেখো না?.. তাই গ্রহণ লাগলেও ব্যাটা রাহুর পেট থেকে বেরোতে সময় নেয় না। খামোখা নিজেকে রাহু বানিয়ে সে 'গ্রহণ গ্রহণ' খেলা অভ্যাসও করে না! কেন যে বোঝো না!