Skip to main content
 
        তুমি গভীরতা ছুঁতে চাও? নিতে পারবে অতটা শ্বাস? 
        যে বাতাসে ভেসে থাকতে চাও, সে বাতাসে ঝড়ও ওঠে। সে ঝড়ের তালে দিতে পারবে তাল? পাগল নারকেল গাছটার মত?
 
        তুমি গভীরতা ছুঁতে চাও? কতটা জল জমেছে বুকে? কাঁদার শেষে তাকাতে শেখে চোখ। টইটুম্বুর কান্না বাঁধ দিলে, জীবন হ্রদ স্থির। কি ভেবেছিলে কেঁদেই জীবন পার হবে?
        তুমি গভীরতা ছুঁতে চাও? ভোরের আকাশের সাথে নীড় ছাড়া পাখির ডানা যে ভাষায় কথা বলে, দিগন্ত তা সমুদ্রের কানে কানে বলে, অনন্ত সেই সুরে গ্রহ-নক্ষত্রে জাগায় আনন্দ। যদি প্রাণ পাতো, স্পর্শে-বাসে-শ্রবণে সে আনন্দ আসবে বাতাসে ভেসে। তুমি শুধু বার দুয়ারে কপাট দাও। একা হও।