সৌরভ ভট্টাচার্য
14 May 2018
গভীর রাত। বাউল নদীর তীরে একা বসে, একতারার তারে, তর্জনীর আঘাতে ফুলকির মত সুর সৃষ্টি করছিল।
এক আকাশ তারা কখনো প্রজাপতির মতো কখনো জোনাকির মতো উড়ে উড়ে আকাশে অক্ষর সৃষ্টি করছিল।
বাউল সে ভাষা পড়তে পারে। তার একতারার খোলে সাত সমুদ্রের জল।
এক আকাশ তারা কখনো প্রজাপতির মতো কখনো জোনাকির মতো উড়ে উড়ে আকাশে অক্ষর সৃষ্টি করছিল।
বাউল সে ভাষা পড়তে পারে। তার একতারার খোলে সাত সমুদ্রের জল।