Skip to main content

আজ সারাটা দিন হোক আমায় ছাড়া,
ডেকো না,
আমার অলস ভোরের বিছানা ছাড়ছে না গতকাল।

আজকের দিনকে পাতছি গতকালের সাঁজায়, অলসতায়,
অনেক জমানো স্মৃতি জমেছে, গেঁজিয়ে উঠেছে কিছু,
টকে যাওয়া স্মৃতির গন্ধ পায় রাতের বিছানা
     দিনের আলো উন্নাসিক

আজ সূর্যোদয় থেকে সূর্যাস্তের পথকে বলেছি - যাব না, যা!
   হাজিরা খাতায় থাক লাল দাগ

আজ টকে যাওয়া দিন আমার
    মজুরি শূন্য হই হবো,
  দীর্ঘশ্বাসেরা কথা বলুক
যে হাজিরা খাতায় লাল দাগের পরে লাল দাগ
  আজ না হয় পড়ুক, একটা নীল দাগ

বিশ্বসংসারে গরহাজির আজ আমি
  বানানো কারণে না, অকারণেই

Category