সৌরভ ভট্টাচার্য
1 December 2014
অবসাদ মৃত্যুকে কাছে ডাকে তাকে পরিত্রাতা ভেবে
তাতে কি সত্যিই হয় কিছু?
অকারণে অসময়ে যাওয়ার কথা ভাবব নাকি
সব কিছু গোড়া থেকে উপড়ে দেব?
গোড়া থেকেই উপড়াব
কার কিসে কি এসে যায় তাতে?
আমি পশ্চিমাকাশে সূর্যোদয় দেখব বলিনি তো!
আমি শোয়ার ঘরটা পাল্টাব বলেছি শুধু
পূব থেকে পশ্চিমে
আমি বসন্তকালে মেঘমল্লার গাইতে বলিনি তো কাউকেই,
আমি বাথরুমে স্নানের সময় গৌড় মল্লার গাইব
তখন বাইরে খটখটে রোদ থাকুক বা বরফ, পরোয়া করিনা।
আমি বলিনি তো রাজস্থানে উটে চড়ে কাঞ্চনজঙ্ঘা দেখব?
আমি রাজস্থানের বালিয়াড়িতেই কাঞ্চনজঙ্ঘা বানাব, সে বরফ পাই আর না পাই।
তবু আমি অসময়ে মৃত্যুকে ডাকব না নিজে থেকে,
সব পাল্টে নেব
হ্যাঁ উপড়াব গোড়া ধরেই।