সৌরভ ভট্টাচার্য
30 April 2015
আজ প্রতিদিন না। আজ অন্যদিন। আজ এ বলবে, "খবরদার!" সে বলবে, "তবে রে!"
একজন বলবে, "ওঠো" অন্যজন বলবে, "বসো"। ঘরে থাকলে এ কূলের গোঁসা, বাইরে গেলে সে কূলের! যাই কোথা?
এসবই নাকি গণতন্ত্রের অধিকার। কিন্তু যে 'গণ'দের ওপর এই অধিকার ফলানো তাদের যে প্রাণান্তকর অবস্থা, সে আর গণপতিরা বুঝছেন কই। সব পক্ষেরই শক্তি দেখাবার এটাই প্রশস্ত ক্ষেত্র কিনা! অগত্যা চলুক "মানি না....মানছি না..মানব না" র লড়াই। আমাদের মুশকিল হল আমরা যে আর লঙ্কা ছাড়তে পারি না। ওদিকে যেই যায় লঙ্কায় সেই হয়...।
সব পক্ষেরই মূল নীতি হল, 'সমাধানের পথ করতে আমরা না পারি, সমস্যাটা যে খুব ঘোরতর সেটা বোঝাতে আরেকটা সমস্যা তৈরী করা যাক।'
অগত্যা! চলুক লড়াই। আপনি চাকরী বাঁচাতে ছুটুন, তারা গদি থেকে শাসান, ওরা বিরোধীতায় লাফান। হাজার হোক গণতন্ত্র বলে কথা!