সৌরভ ভট্টাচার্য
14 March 2017
তারাখসা তো একটা আধটা দেখলাম না,
তবু তারার সংখ্যা কম লাগেনি কোনোদিন
অগণ্য জীবের প্রাণবায়ু দিতে দিতে বাতাস রিক্ত হয়নি
শ্বাসরোধে মরেনি কেউ
সমুদ্র কমে হাঁটুজল হয়েছে তাও তো নয়!
না তো নদীগুলো বড় রাস্তার মত শুকিয়েছে
এত এত জলের চাহিদা মিটিয়েও
আমাদের ভাঁড়ার শূন্য হয় কেন তবে?
হৃদয় প্রেমশূন্য
ফেলে যাওয়া শুকনো ভাঁড়ের মত।
ফুরিয়ে গেলাম না চ্যুত হলাম ?
রাস্তা ফুরোলো না,
চলাটা ফুরিয়ে গেল - তা কি হয়?