Skip to main content


সারা আকাশ জুড়ে রঙের কৌট
উল্টে ফেলে গেছে কোন দামাল ছেলে।

হলুদ, কমলা, লাল, ধূষর রঙের ছড়াছড়ি।

তার মধ্যে এক ফালি বিব্রত চাঁদ,
কোনো রকমে রঙের ছোঁয়া আছে বাঁচিয়ে,
পাছে সাদারঙে লাগে কালোরঙের দাগ।

ওদিকে সূর্য্যের এখন ফেরার পালা।
মেঘের সব রঙের ভিতর আলো ফেলে
খুঁজছে সে তার ঘরে ফেরার চাবি।



(ছবিঃ সুমন দাস)

Category