সৌরভ ভট্টাচার্য
10 July 2022
কামনাকে জাগাতে পারো
আমার ভালোবাসাকে বাঁ হাতে দূরে সরিয়ে রেখে
শীতল রাত
যেন ক্লান্ত পথিক তুমি
আগুন জ্বেলেছ
নিজেকে তপ্ত করে নেবে বলে
তোমার উন্মাদ সুখযাপন দেখছি
নিজের শরীর থেকে কয়েক যোজন দূরে দাঁড়িয়ে
কি অসীম নিঃসঙ্গতায়
কি অসহায়তায়
নিজের ভালোবাসাকে
চক্রব্যূহে রেখে
আমার নিঃসঙ্গতাকে
অনাথ করে গেলে,
সব পড়ে রইল ছিন্নভিন্ন চারদিকে
সমস্ত পৃথিবীটা
হারানো এক পাটি চটির মত
অসঙ্গত পড়ে
অবসন্নতা চুঁইয়ে চুঁইয়ে নামছে গ্লানি
স্বেদবিন্দুর মত
পাথুরে ঈশ্বরের চোখকে খুঁজছি
জীবন্ত লজ্জা থেকে বাঁচতে
ক্ষমা ভিক্ষার লগ্ন চাইতে
নিজের কাছে নিজের