সৌরভ ভট্টাচার্য
31 March 2019
যুক্তির সামনে দাবার ঘুঁটি সাজিয়ে
পাড়া বেড়াতে বেরোই
পাড়া বেড়াতে বেরোই
একলা একলা ঘুরি
মাথাটা নিটোল শূন্য সসপ্যানের মত
ঝাঁ চকচকে ফাঁকা
মাথাটা নিটোল শূন্য সসপ্যানের মত
ঝাঁ চকচকে ফাঁকা
গাছেদের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে
মাটির মাতৃত্বে ডুবে যেতে যেতে
বাতাসের জন্য বুকের একটা একটা জানলা
খুলে দিতে দিতে
মাটির মাতৃত্বে ডুবে যেতে যেতে
বাতাসের জন্য বুকের একটা একটা জানলা
খুলে দিতে দিতে
হঠাৎ থমকে দাঁড়াই
কোথা থেকে চেনা কণ্ঠস্বর
"চেকমেট"
"চেকমেট"
ফিরব না
ফিরব না
ভাবতে
ভাবতে
ফিরব না
ভাবতে
ভাবতে
ফিরেই আসি
ঘুঁটির সামনে বসি
যদিও আমার গায়ে
খোলা আকাশ বাতাসের গন্ধ
যদিও আমার গায়ে
খোলা আকাশ বাতাসের গন্ধ
তবু আমার নাক টাটাচ্ছে
বারুদে
বারুদে