Skip to main content
 
কোকিল বুঝতে শুরু করেছে
  বসন্ত এখন ভাঙা মেলা
 
বাতাসে গরম সেঁক, গুমোট
বিচ্ছু ছেলের মত
   কালবৈশাখীর দুরন্তপনা যখন তখন
 
এমন তো প্রতি বছরেই হয়
শুধু এ বছর গুমোটটা যেন একটু বেশি
        কোথায় যেন একটা ঘূর্ণি পাকছে
 

Category