সৌরভ ভট্টাচার্য
22 July 2014
দেখা হল
কথা হল।
কথা হল।
চেনা হল
ভাব হল।
ভাব হল।
জমে গেল
মজে গেল।
মজে গেল।
তারপর তারপর?
তারা বলে, এরপর?
তারা বলে, এরপর?
সব সুখ নেড়ে চড়ে
বলে সব, একঘেয়ে।
বলে সব, একঘেয়ে।
থেমে গেল
দমে গেল।
দমে গেল।
রাগ হল
ক্ষোভ হল।
ক্ষোভ হল।
চলে গেল
দুরে গেল।
দুরে গেল।
তারপর তারপর?
খোঁজে শুধু এরপর?
খোঁজে শুধু এরপর?
সুখ নয় তোকে চাই,
তোকে ছেড়ে আমি নাই।
তোকে ছেড়ে আমি নাই।
ফিরে এল
কাছে এল।
কাছে এল।
ঝড় হল
জল হল।
জল হল।
সুখ এল
দুখ এল।
দুখ এল।
আর নেই তারপর,
ছোটা নেই তরতর।
ছোটা নেই তরতর।
আর কিছু খোঁজা নেই,
আছে সুখে দুজনেই।
আছে সুখে দুজনেই।