সৌরভ ভট্টাচার্য
22 July 2018
তিনশো বছরের পুরোনো কৃষ্ণমন্দির
রথের উৎসব,
মঞ্চে বাউলের উদাত্ত কণ্ঠে আল্লাহ্ নাম
আকাশ বাতাস কাঁপিয়ে
লালনের পদ
মন্দিরের পাশে প্রাচীন বটগাছ
ধ্যানমগ্ন
শাখায় শাখায় ঘুমন্ত পাখি আশ্রয়
শান্তিনীড়
বর্ষীয়ান চাঁদ জ্যোৎস্নার শামিয়ানা বিছিয়ে
আত্মমগ্ন
কারা তোমরা কুড়ুল শানাচ্ছ?
তোমাদের ইতিহাস অবশেষে কয়েকটা আঁচড়
কারণ তোমাদেরও ঘুমন্ত চেতনায় কবীর, লালন