Skip to main content

দুঃসময়ে ঘুম বড় শত্রু। সবটা মানিয়ে নেওয়ার তুমুল চেষ্টা চলছে। "ভাগ্যে যখন আছেই... কত মানুষের সঙ্গেই তো হয়"... ইত্যাদি ইত্যাদি বোধ যখন শিকড় ছড়াচ্ছে বোধে, ঠিক সেই সময়ে চলে এলো ঘুম। সব তার কেটে গেল। ঘুম এলো। বিস্মরণ হল। সুখ এলো। গেল তাল কেটে। ঘুম থেকে উঠতেই কালো বাদুড়ের মত যত দুশ্চিন্তা, হতাশা, বিষাদ লাফ দিয়ে পড়ল ঘাড়ে। নাও, আবার শুরু। নিজের সঙ্গে নিজের দাবাখেলা। নিজেকে চেকমেট করতেও ইচ্ছা, আবার নিজের কাছে চেকমেট হতেও ভয়। নিজের সঙ্গে নিজের লুকোচুরি। ঘুমাতেও ভয়। না ঘুমানোরও ভয়। দুঃসময় আসলে ঘুম কাড়ে না, ঘুমের মাধুর্য কাড়ে।