সৌরভ ভট্টাচার্য
12 April 2018
আসলে তো কারোর ঘুম ভাঙাতে পারি না
জেগে থাকতেই পারি
মৃত ঈশ্বর আর ঘুমন্ত জনগণ ডিঙিয়ে ডিঙিয়ে
কারা কারা জেগে দেখে নিতেই পারি
মৃত ঈশ্বর আর ঘুমন্ত জনগণ ডিঙিয়ে ডিঙিয়ে
কারা কারা জেগে দেখে নিতেই পারি
৮ বছর মানে তো আইপিএল নয়
৮ বছর মানে তো চোখ মারা নয়
৮ বছর মানে নায়কের জেলের কষ্টও নয়
৮ বছর মানে তো চোখ মারা নয়
৮ বছর মানে নায়কের জেলের কষ্টও নয়
ঘুমোও,
তোমাদের ঘুমের সবচাইতে বড় রেকর্ড জানি
১৯১৯ সালের ১৩ই এপ্রিল থেকে
১৯৪৭ এর ১৫ই আগস্ট
তাও কি ভেঙেছে ঘুম?
নাকি পাশ ফিরে শুয়েছো খানিক তাকিয়ে!
বলিহারি ঘুম!
তোমাদের ঘুমের সবচাইতে বড় রেকর্ড জানি
১৯১৯ সালের ১৩ই এপ্রিল থেকে
১৯৪৭ এর ১৫ই আগস্ট
তাও কি ভেঙেছে ঘুম?
নাকি পাশ ফিরে শুয়েছো খানিক তাকিয়ে!
বলিহারি ঘুম!