সৌরভ ভট্টাচার্য
8 March 2016
তবু তো বসন্ত এসেছে
তবু তো ভাঙা রাস্তায় পড়েছে
কুর্চি, পলাশ
তবু তো একটা চিঠি জন্মেছে
প্রসব যন্ত্রণা নিয়ে, তীব্র অপেক্ষার গর্ভ থেকে
একলা রাতে
তবে এসো।
মুঠো ভরে আনো বসন্তের প্রতিশ্রুতি
আমার রিক্ত হাতে লাগুক কুর্চির ঘ্রাণ
তোমার চুলের মত
ফুল বাসি হয়, ঘ্রাণ না।