সৌরভ ভট্টাচার্য
21 May 2017
আমি তাকিয়েছিলাম
আমি তাকিয়েছিলাম
আমি তাকিয়েছিলাম
আর কিছু মনে পড়ছে না জানো
কিছু বলেছিলাম কি?
তুমি কিছু বলেছিলে?
কিচ্ছু মনে নেই আমার
কিচ্ছু না
তোমার চোখের মণির নীচে ঢেউয়ের আওয়াজ
আছড়ে পড়ছিল আমার বুকে,
আমি মুক্তো কুড়াতে কুড়াতে -
ভিজছিলাম
ডুবছিলাম
ডুবছিলাম
ডুবছিলাম
তুমি সত্যিই এসেছিলে তো?
নাকি ভাবনার ঘোরে ভাসছিলাম!