সৌরভ ভট্টাচার্য
31 October 2014
বিয়ের সময় মা বলেছিলেন,
"মন প্রাণ সব দিয়ে স্বামীর ঘর করবি"-
করেছি।
মন প্রাণ মান সম্মান সুখ সাধ
সব দিয়ে করেছি।
তারপর ছেলের ঘর করেছি।
দেওয়ার মত কিছু ছিল না,
তবু যেটুকু বাকি ছিল, খুঁড়ে খুঁটে দিয়েছি,
যতটা কুলিয়েছে আরকি।
এখন এই কাশীতে।
উনি উপরে, ছেলে কলকাতায়।
ওরা ডাকেও না,
আমিও আর যেতে চাই কি না জানি না।
এখন আমার, নিজের সাথে ঘর করার পালা,
সাথী? ওই যে মরণ!
আমার জন্য, শুধু আমারই জন্যে অপেক্ষা করে
আছে সেই কবে থেকে!
ভাগ্যিস সে একা আমারই,
কারোর সাথে ভাগ করে নিই
এমন বালাই নেই!
চাওয়া-পাওয়ার সব হিসাব পুড়বে
ওর বুকে জ্বলে, আমারই সাথে।
আমায় ছাই করে নিয়ে এই গঙ্গার জলে
বুকে করে ভাসবে, মরণ! আমার মরণ!
আমার হাড় জুড়াবে, প্রাণ জুড়াবে-
হা ঈশ্বর! তোমার করূণার অন্ত নেই প্রভু!