সৌরভ ভট্টাচার্য
25 July 2022
স্মৃতি।
সব রাস্তায় হেঁটো না।
কয়েকটা রাস্তা নির্ভার হয়ে হাঁটি,
সব ঘাসে বাসি ফুল রেখে যেও না
কিছু ঘাসে তাজা ঘাসফুল নিয়ে বাঁচি!
তুমি।
তোমার বিশাল হৃদয়।
অল্প হলেও, একটু জায়গা দিও,
আমি জোড়াতালি দিয়ে থাকি।
এক মুঠোয়
না হয়
আধমুঠো ভালোবাসা নিয়ে বাঁচি!