সৌরভ ভট্টাচার্য
18 May 2017
গেরুয়া বিলাসিতা। অবসরের ধর্মক্লাব - ইতি-উতি মঠ মিশন-আশ্রম। ঈশ্বরের মত অনেক ঈশ্বরের পাথুরে মূর্তি। উচ্চবিত্ত-মধ্যবিত্তের পূণ্যযাপন। ঈশ্বর খোঁজা খোঁজা খেলা। আগাম সিক্যুরিটি ডিপোজিটের ব্যবস্থা।
ভুবনডাঙায় একটা উঁচু গাছের সরু ডালের উপর উদাস চিলের মত বসে কে? ভগবান? নেমে এসো, ভয় নেই, কেউ চিনতে পারবে না। সবার নিজের নিজের স্বর্গ আছে। আচ্ছা স্বর্গে কটা মন্দির আছে?
ভুবনডাঙায় একটা উঁচু গাছের সরু ডালের উপর উদাস চিলের মত বসে কে? ভগবান? নেমে এসো, ভয় নেই, কেউ চিনতে পারবে না। সবার নিজের নিজের স্বর্গ আছে। আচ্ছা স্বর্গে কটা মন্দির আছে?