সৌরভ ভট্টাচার্য
15 October 2014
দম দেওয়া কথা বলা পুতুলগুলো
একই কথা বলে চলেছে-
সারাদিন সারাদিন সারাদিন।
লোভী মানুষগুলো আশ্চর্য্য প্রদীপ ঘষতে ঘষতে
ডেকেই চলেছে-
আলাদিন আলাদিন আলাদিন।
ভগবানের দোরে ভেটের উপর ভেট চড়িয়ে
ভক্ত বুক চাপড়িয়েই যাচ্ছে-
সাড়া দিন সাড়া দিন সাড়া দিন।
একটা ঝুমকোলতার কানে শুনলাম
মৌমাছি গেয়েই চলেছে-
গেল দিন গেল দিন গেল দিন।