আমি তোমায় আমার প্রাণঢালা ভালোবাসা দেব।
তুমি আমায়
তোমার -
ভালোলাগা-খারাপলাগা, স্বাধীনতাবোধ,
ইচ্ছা-অনিচ্ছা ভাবনা-বিচার-আত্মসম্মান-আত্মবিশ্বাস
সব দিয়ে দাও।
কারণ?
কারণ আমি তোমায় ভালোবাসি। ভীষণ ভালোবাসি। তোমার দিকে আমার সমস্ত একাগ্রতা। বোঝো না?
তুমি ভালো করে ভেবে দেখো,
তোমার ভালোলাগা-খারাপলাগা,
তোমার পছন্দ অপছন্দ
তোমার স্বাধীন সত্তার
ভাবনা বিচার বিবেচনা
সব কত নিম্নমানের।
আমি নির্ভুল। আমি প্রতিক্ষণে নির্ভুল। আমি তোমার ভালোবাসা। আমায় ধরে থাকো। ক্রমশ আমি তোমার সমস্ত সত্তাকে গ্রাস করে নেব। ক্রমশ তুমি ভুলেই যাবে তুমি কে? তোমার মনে সব সময় সংশয়, যেন তুমি ঠিক করছ না। যেন তুমি আমার এই মহার্ঘ্য ভালোবাসা যে কোনো মুহূর্তে হারিয়ে ফেলতে চলেছ। তোমার মধ্যে সব সময় দ্বন্দ্ব। তুমি ক্রমশ বিশ্বাস করতে শুরু করবে আমায় ছাড়া তোমার আদতে কোনো অস্তিত্ব নেই। তুমি কাদার তালের মত। আমার আঙুলের করুণ চলনে তোমার রূপ জন্মাবে। তুমি বুঝবে ক্রমশ আমি ছাড়া তোমার দুনিয়ায় কেউ আসল নেই। এত নির্বোধ, অকিঞ্চিৎকর, সাধারণ তুমি, যদি না আমার সঙ্গে যুক্ত থাকো। আমি তোমায় এমন ভালোবাসি। এমন প্রবল আমার ভালোবাসা। তুমি সব সময় দোলাচালে। কারণ তুমি এখন জানো তুমি কিছু নও। আর তুমি এও জানো আমি ছাড়া তোমার কোনো গতি নেই। কিন্তু তুমি জানো না, কিসে আমায় সুখী করবে তুমি। আমার কিসে সুখ তুমি দিশা পাওনা। আমার ভর্ৎসনা, আমার তিরস্কার, আমার বিদ্রুপ, আমার আদর, আমার ভালোকথা - সব জটিল রহস্য তোমার কাছে। তুমি হাজার খণ্ডে খণ্ডিত। আমি তাই চাই। শুধু তাই চাই।
আমায় তুমি শুধু প্রশংসা করে যাও। সরাসরি না, আকারে-ইঙ্গিতে বুঝিয়ে যাও আমায় - আমি অসামান্য, আমি প্রভুত্ব করার জন্মেই জন্মেছি, আমার সমান এই দিন দুনিয়ায় শুধু রথী-মহারথীরা, যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। আমি তাদের সমগোত্রীয়। শুধু এইটুকু বুঝিয়ে যাও। আমি আর কিচ্ছু চাই না।
আমি ভালোবাসা বুঝি না। কিন্তু তোমরা ভালোবাসা বলতে কি চাও, আমি বুঝি। আমার হৃদয়ে কারোর জন্য অনুকম্পা জন্মায় না। সে জিনিসটা কি আমি আজ অবধি অনুভব করিনি। আমি জানি শুধু আমাকে। আমার প্রয়োজনে তোমরা সবাই। এ বিশ্বের যত আয়োজন। আমি সে সবের কেন্দ্র। তোমরা আমার সুখের জন্য সৃষ্ট নিমিত্তমাত্র। আমার উদারতা, আমার ভালোবাসা, আমার অনুকম্পা ইত্যাদি দেখানোর পাত্র মাত্র। যাতে আমি নিজের মহত্ব অনুভব করতে পারি। বদলে আমি তোমায় দেব সব কিছু যা যা তুমি চাও, শুধু আমায় তোমার মন-চিন্তা-বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে দাও। ব্যস, আর কিছু চাই না আমি। তুমি রাজী না? তুমি ভাবার আগেই তুমি রাজী হয়ে গেছো দেখো, কারণ তোমার অজান্তেই তোমার মধ্যে চারিয়ে গেছি আমি। আমার ভালোবাসার বিষে বিষময় তুমি এখন। আমি জিতে গেছি। শুধু তোমরা আছ বলেই আমি জিতে যাই বারবার। আমার প্রাণের প্রতিটা কণায় শুধু ঈর্ষার পুঞ্জ পুঞ্জ মেঘ। মাঝে মাঝে গর্জে ওঠে তারা। তুমি ভয় পেয়ো না। আমি আবার শান্ত হব। তোমায় আবার জড়িয়ে ধরব। তোমায় আবার ভালোবাসব। তুমি শুধু শেষ হয়ে যাও, তোমার সমস্ত নিজস্বতা বিসর্জন দিয়ে।
(গ্যাসলাইট - মনোবিজ্ঞানের টার্ম)